শ্বেতী কোনো ছোঁয়াচে রোগ নয়, কোনো অভিশাপও নয়। আসুন আমরা শ্বেতী রোগীর পাশে দাঁড়াই। বিশ্ব শ্বেতী রোগ দিবস উপলক্ষে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কবির চৌধুরী বলেন, শ্বেতী একটি নিরাময়যোগ্য ব্যাধি। শ্বেতী রোগ সম্পর্কে জনগনের মধ্যে জনসেচতনা সৃষ্টির লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। এ জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনকেও শ্বেতী রোগীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ডা. কবির বলেন,...

